সিটিজেন চার্টার
ক্র:নং | দপ্তর | সেবার ধরন | কারা সেবা পাবে | প্রার্থিত সুবিধা পাওয়ার সময়সীমা | কার নিকট অভিযোগ করবে | প্রার্থিত সেবার ফিস /মূল্য | মন্তব্য |
০১ | উপজেলা ভূমি অফিস, বাগেরহাট সদর। | ক) ভূমি উন্নয়ন কর আদায় | ভূমি মালিকগণ | ইউনিয়ন ভূমি অফিস হতে অফিস চলাকালীন সময় তাৎক্ষনিকভাবে। | সহকারী কমিশনার(ভূমি) | কৃষি ০.৫০ টাকা ও ১.০০ টাকা হারে অকৃষি আবাসিক ৫.০০/৬.০০ টাকা হারে অকৃষি বানিজ্যিক ১৫/১৭ টাকা হারে(প্রতি শতাংশ) |
|
০২ | খ) নাম পত্তন/জমা খারিজ এর মাধ্যমে রেকর্ড সংশোধন | জমির ক্রেতা মালিকগণ এবং ওয়ারেশ সূত্রে দাবীর মালিকগণ | ৪৫ দিনের মধ্যে | ইউ এন ও এবং সহকারী কমিশনার(ভূমি) | দরখাস্ত কোর্ট ফি-৫.০০ টাকা। খতিয়ান ফি-৪৩ টাকা রেকর্ড সংশোধন-২০০ টাকা এবং প্রসেস ফি ২.০০ টাকা। |
| |
০৩ | গ) ১৫০ ধার মতে রেকর্ড সংশোধন | সাধারণ জনগণ | ১৮০ দিনের মধ্যে | ইউ এন ও এবং সহকারী কমিশনার(ভূমি) | কোর্ট ফি-৫/- টাকা |
| |
০৪ | ঘ) খাজনা মওকুফ | ২৫ বিঘার নিম্নের জমির মালিকগণ | বাংলা ১৩৯৮ সাল থেকে | ইউ এন ও এবং সহকারী কমিশনার(ভূমি) | খতিয়ান প্রতি-২.০০ টাকা ।
|
| |
০৫ | ঙ) খাস জমি বন্দোবস্ত | ভূমিহীন | উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক | জেলা প্রশাসক ও ইউ এন ও | ১/- ফি। |
| |
০৬ | চ) হাট/বাজারের জমি একসনা বস্দোবস্ত | দোকান ব্যবসায়ী মালিকগণ | জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে | জেলা প্রশাসক ও ইউ এন ও | প্রতি বর্গমিটার পৌর-১০০ টাকা পৌর বাহিরে-১৩ টাকা হারে |
| |
০৭ | ছ) অর্পিত সম্পত্তির ইজারা | ইজারা গ্রহিতা মালিকগণ | উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমোদন সাপেক্ষে | জেলা প্রশাসক ও ইউ এন ও | প্রতি শতাংশ কৃষি জমি ৫/- টাকা বসত বাড়ি-২০/- টাকা পুকুর/জলমহাল-৩ বছর মেয়াদে নিলামের মাধ্যমে। |
| |
০৮ | জ)২০ একরের নিম্নে বদ্ধ জলাশয় ইজারা | প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি | উপজেলা জলমহাল কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে | ইউ এন ও | পূর্ব ইজারা মূল্যের ৫% বৃদ্ধিতে ইজারা প্রদান। |
|
সাধারণ বিজ্ঞপ্তি
মিউটেশনের(নামজারী)জমা ভাগ ও জমা একত্রীকরণ সংক্রান্ত নিয়মাবলীঃ
* মিউটেশনের জন্য সহকারী কমিশনার(ভুমি) বরাবর দরখাস্ত দাখিল করতে হবে।
(ক) মিউটেশনের আবেদনের সাথে নিম্নবর্নিত কাগজপত্র দাথিল করতে হবে।
* ক্রয় ক্ষেত্রে : ক্রয় ও প্রয়োজনীয় বায়া দলিলের কপি।
* মৃত্যুর খেত্রে : ওয়ারেশ সনদ পত্র ।
* হেবা বা দানের ক্ষেত্রে : হেবা দলিলের কপি।
* সকল রেকর্ড/ পর্চা/ খতিয়ানের সার্টিফাউড কপি।
(খ) মিউটেশন বাবদ খরচঃ
১। আবেদনে কোর্ট ফি : ১০.০০ টাকা।
২। নোটিশ জারী ফি : ২.০০ টাকা।
৩। রেকর্ড সংশোধন ও পর্চা ফি : ২০০.০০ টাকা ।
৪। খতিয়ান ফি : ২৫.০০+১৮.০০ টাকা।
সর্বমোট: ২৫৫.০০ টাকা ।
(গ) কত দিনে মিউটেশনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
মালিকানা বিষয়ে কোন বির্তক না থাকলে আবেদন প্রাপ্তির তারিখ থেকে সর্বোচ্চ -৩০ (ত্রিশ) দিনের মধ্যে কার্যক্রম সমাপ্ত হবে।
বিঃদ্রঃ দরখাস্ত জমা দেওয়ার দিন থেকে ৪৫ দিনের মধ্যে মিউটেশন কেস নিম্পত্তি না হলে এবং উল্লিখিত খরচের অতিরিক্ত ফি কেউদাবী করলে সহকারী
কমিশনার (ভূমি)/ উপজেলা নির্বাহী অফিসার/ অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাথে যোগাযোগ করুন।
কর্মকর্তার পদবী ফোন নম্বর ফ্যাক্স নম্বর
১। জেলা প্রশাসক, বাগেরহাট ০৪৬৮-৬২৫১৫
১। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ০৪৬৮-৬২৩৪৩
২। উপজেলা নির্বাহী কর্মকর্তা ০৪৬৮-৬২৪৭২
৩। রেভিনিউ ডেপুটি কালেক্টর ০৪৬৮-৬২২০৫
৩। সহকারী কমিশনার(ভূমি) ০৪৬৮-৬২৫১০
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস